সিলেটে আজ দুপুরে অনুষ্ঠিত বিপিএল ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হয়। টসের পর ঢাকা ফ্র্যাঞ্চাইজির ডাগ আউটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দলের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। তাকে সিপিআর দেওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও প্রাণ রক্ষা করা যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “জ্যাকি ভাই মারা গেছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময়ও তিনি জীবিত ছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।”
ঢাকা দলের মিডিয়া বিভাগ এক বিবৃতিতে জানায়, অনুশীলনের সময়ই মাহবুব হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরও তিনি অসুস্থ অনুভব করছিলেন, তবু নিজের দায়িত্ব পালন চালিয়ে যান।
মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছিলেন এবং বিপিএলের বিভিন্ন আসরে নিয়মিত দেখা যেত তাকে। তাঁর মৃত্যু ক্রিকেট সম্প্রদায়ে শোকের ছায়া ফেলেছে।
সিএ/এএ


