রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রায় ভাঙতে বসা সম্পর্ক আবারো মেরামত করেছেন। এর আগে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হওয়ায় তিনি রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন, যা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক পুনঃস্থাপনের খবর প্রকাশের পর ভিনিসিয়ুসের সতীর্থরা অভিনন্দন জানিয়ে মজার মন্তব্যও করেছেন।
চলতি মাসের শুরুতে ব্রাজিলের মডেল ডে মাগালায়েস ভিনিসিয়ুসের সঙ্গে কিছু গোপন কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করেন। এর মধ্যে একটি নাচের ভিডিও দেখা গেলে ডে মাগালায়েস হতাশ হন। তিনি ভিনিসিয়ুসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তও অগোছালো রেখেছেন। একই সময়ে ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকাও দাবি করেন, এ মুহূর্তে তার সঙ্গে ভিনিসিয়ুসের কোনো সম্পর্ক নেই।
তবে মঙ্গলবার রাতে ভিনিসিয়ুস সামাজিক মাধ্যমে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন। ক্যাপশনে দুজনের নামের প্রথম অক্ষর ‘ভি’ এবং এর মাঝে ভালোবাসার ইমোজি ব্যবহার করা হয়েছে। পোস্টের প্রতিক্রিয়ায় জাতীয় দল ও ক্লাবের সতীর্থরা অভিনন্দন জানিয়ে মজা করেন। নেইমার লিখেছেন, ‘বাচ্চা ছেলেটাও প্রেমে পড়েছে।’ রদ্রিগো গোয়েস মন্তব্য করেন, ‘বিগ সেভেন ভালোবাসার মুহূর্তে আছে।’ লুকাস পাকেতা শুভেচ্ছা জানিয়েছেন, আর এদুয়োর্দো কামাভিঙ্গা খোঁচা দিয়ে লিখেছেন, ‘তুমিও তাহলে প্রেম করো।’
বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ৭২ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন ভিনিসিয়ুস। তিনি আলোনসোর দিকে চিৎকার করে বলেন, “সব সময় আমাকেই কেন!” এরপর শোনা যায়, “আমি যাচ্ছি, দল ছেড়ে যাচ্ছি।” সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আলোনসোর প্রতি বিশ্বাসের অভাবই ভিনিসিয়ুসকে রিয়াল ছাড়ার চিন্তায় ফেলে দিয়েছে। তবে কোচ যদি তাকে এমবাপের মতো সমান আস্থা দেখান, তবে ভিনিসিয়ুস রিয়ালে থাকতেও রাজি।
সিএ/এমআর


