চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালেই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। এবার এইচএসসিতে পাশের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন শিক্ষার্থী।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে অংশগ্রহণকারী অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম এবং এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ যথাক্রমে ৩.০৮ ও ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করেছেন। জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার এইচএসসিতে ফেল করেছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানান, ভূগোল বিষয়ে মারুফার ফল অনুত্তীর্ণ দেখাচ্ছে এবং কলেজের পক্ষ থেকে বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন করা হবে।
বিকেএসপি থেকে এবার ছয় জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। বাকি পাঁচজন হলেন— টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস, এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা।
ক্রিকেটারদের মধ্যে যুব এশিয়াকাপ জয়ী পেসার মারুফ মৃধা ৪.২৫ পয়েন্ট, লেগ স্পিনার ওয়াসী সিদ্দিকি জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিভাবান পেসার রোহানতদৌলা বর্ষণও ভালো ফলাফল অর্জন করেছেন।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়া অনেক ক্রীড়াবিদই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সংশ্লিষ্ট ফেডারেশনগুলো এখনও তাদের ফলাফল প্রকাশ করেনি।
সিএ/এমআর