জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে একমাত্র টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে। টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
২০২৩ সালে পিঠের অস্ত্রোপচার করা রশিদকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ড জানিয়েছে, বিশ্বকাপের আগে সতর্কতা হিসেবেই রশিদকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আগামী ২০ থেকে ২৪ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি হারারেতে অনুষ্ঠিত হবে। এরপর একই ভেন্যুতে ২৯ ও ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
হাসমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বে ঘোষিত টেস্ট দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার বশির আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে আরও কয়েকজন নবীন খেলোয়াড়ও সুযোগ পেয়েছেন।
২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর আফগানিস্তান এখন পর্যন্ত ১১টি টেস্ট খেলেছে, যার মধ্যে ৪টিতে জয় পেয়েছে দলটি।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড:
হাসমাতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, আফসার জাজাই, ইকরাম আলিখেল, বাহির শাহ, শহিদুল্লাহ কামাল, ইসমত আলম, শারাফুদ্দিন আশরাফ, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমেদজাই, জিয়া উর রহমান শরিফি, খলিল গুরবাজ, বশির আহমেদ।
টি-টোয়েন্টি স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, ইজাজ আহমেদ আমেদজাই, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শারাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমেদ, ফরিদ আহমেদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই।
সিএ/এমআর