মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে হারের হতাশা কাটিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল ও ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের এক গোলের সুবাদে ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারায় লস ব্লাঙ্কোসরা।
প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হলেও বিরতির পরেই রূপ পাল্টায় ম্যাচের চিত্র। ৪৭ মিনিটে ভিনিসিয়ুস গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
তবে চার মিনিট পরেই ম্যাচে উত্তেজনা ফেরে। ৭৩ মিনিটে ভিয়ারিয়ালের হয়ে ব্যবধান কমান জর্জেস মিকাউতাদজে। কিন্তু ৭৭ মিনিটে সান্তিয়াগো মরিনো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সফরকারীরা ১০ জনে নেমে আসে।
অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে ৮১ মিনিটে গোল করেন এমবাপ্পে। তার গোলেই রিয়ালের জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে মাদ্রিদ ডার্বির ব্যর্থতা কাটিয়ে লিগে নিজেদের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
সিএ/এমআরএফ