Home খেলাধুলা মেসির পাস থেকে সবচেয়ে বেশি গোল লুইস সুয়ারেজের, অ্যাসিস্ট ৩৮৯টি

মেসির পাস থেকে সবচেয়ে বেশি গোল লুইস সুয়ারেজের, অ্যাসিস্ট ৩৮৯টি

0
আটলাসের বিপক্ষে আজ গোল বানানোর আনন্দ সতীর্থের সঙ্গে ভাগ করে নেন মেসি | এএফপি

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ক্যারিয়ারে গোল বানিয়েছেন ৩৮৯টি। মোট ১,১১৫ ম্যাচ খেলে তিনি করেছেন ৮৭৪ গোল। সব মিলিয়ে ১,২৬৩ গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত মেসি।

এ পর্যন্ত মেসির পাস থেকে অন্তত একটি করে গোল পেয়েছেন ৯০ জন সতীর্থ। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি গোল পেয়েছেন মেসির দীর্ঘদিনের বন্ধু ও বর্তমান ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারকে দিয়ে মেসি করিয়েছেন সর্বোচ্চ ৪৬টি গোল।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, যিনি মেসির পাস থেকে ২৭টি গোল করেন। তৃতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে—মেসির পিএসজি সতীর্থ ছিলেন তিনি, যাঁকে দিয়ে করানো গোল ২০টি।

এছাড়া, সাবেক বার্সা সতীর্থ পেদ্রো রদ্রিগেজকে দিয়ে ১৭টি, স্যামুয়েল ইতোকে দিয়ে ১৫টি, ডেভিড ভিয়াকে ১৩টি, জর্দি আলবাকে ১১টি এবং ইনিয়েস্তা, ফ্যাব্রেগাস, পিকে ও আলেক্সিস সানচেজ—এই চারজনকে ১০টি করে গোল করিয়েছেন মেসি।

মাত্র ৩ গোল দিয়ে অ্যাসিস্ট ক্যারিয়ার শুরু করা মেসি ২০০৭ সাল থেকে টানা ১৯ বছর ধরে অন্তত ১০টি করে গোল বানিয়েছেন প্রতি মৌসুমে।

লিগস কাপের চলতি আসরে আজ মেক্সিকান ক্লাব আটলাসের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে দুটি গোল বানিয়েছেন মেসি। তাঁর পাস থেকে গোল করে ৯০তম সতীর্থ হিসেবে তালিকায় নাম তুলেছেন মায়ামির ডিফেন্ডার মার্সেলো ভিগান্ট।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version