Home খেলাধুলা ফাইনালে অপ্রতিরোধ্য বাঘিনীদের সামনে এবারও ভারত!

ফাইনালে অপ্রতিরোধ্য বাঘিনীদের সামনে এবারও ভারত!

0

নাহিদ আহসান  ||

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের এর প্রথম আসর, ফাইনাল খেলেছিলো বাংলাদেশ ও ভারতের মেয়েরা। ঘরের মাঠ, প্রভাব বিস্তার করে শেষ পর্যন্ত ১-০ তে ম্যাচ নিজেদের করে নিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। বাঘিনীদের কাছে সেইবার আর পেরে উঠেনি ভারত।

ভুটানের থিম্পুতে সাফ চ্যাম্পিয়নশিপ চলছে। বাংলাদেশের মেয়েরা যথাক্রমে,

পাকিস্তানকে ১৪ টি,

নেপালকে ৩ টি এবং

স্বাগতিক ভুটানকে ৫ টি গোল দিয়ে চলে এসেছে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রতিপক্ষ আবার সেই ভারত।

তবে ভারতের খেলা ছিলো না ততোটা সুবিধাজনক। দ্বিতীয় সেমিফাইনালে নেপালের সাথে জয় পেয়েছে মাত্র ২-১ গোলে।

 

সাফ চ্যাম্পিয়নশিপের এই আসরে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশের মেয়েরা। তবে প্রতিপক্ষকে গুনে গুনে দিয়েছে ২২ টি গোল। সেই বাঘিনীদের সামনে কতোটুকু দাঁড়াতে পারবে ভারত, তা শুধু এখন দেখার অপেক্ষা।

 

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব -১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সাথে লড়বে ভারত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version