Home খেলাধুলা এক লাফে ১৫ তে জার্মানি : শীর্ষ দশে নেই আর্জেন্টিনাও

এক লাফে ১৫ তে জার্মানি : শীর্ষ দশে নেই আর্জেন্টিনাও

0

নাহিদ আহসান ||

এইতো,মাসখানেক হলো শেষ হয়েছে ফিফা বিশ্বকাপ। মাসখানেকের মধ্যেই নিয়মানুযায়ী নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপে যেমন বিশাল বিশাল নতুনত্ব জন্ম নিয়েছিলো, র‍্যাঙ্কিং এর মধ্যেও তার বিশাল প্রভাব লক্ষ্য করা গেছে।

রাশিয়া বিশ্বকাপের শিরোপাজয়ী ফ্রান্স রয়েছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। প্রায় ৬ ধাপ এগিয়ে দিদিয়ের দেশমের দল এখন ১ নম্বরে রয়েছে।

বিশাল অঘটনের জন্ম দিয়ে ১১ ও ১৫ তম স্থানে চলে গিয়েছে আর্জেন্টিনা ও জার্মানি।

আর্জেন্টিনা পিছিয়েছে ৬ ধাপ এবং জার্মানি পিছিয়েছে ১৪ ধাপ।

আগানো পিছানোর খেলায় বাকিদলগুলোর শীর্ষে থাকা দশটি দলের অবস্থান দেখানো হলো –

 

১ – ফ্রান্স

২ – বেলজিয়াম

৩ – ব্রাজিল

৪ – ক্রোয়েশিয়া

৫ – উরুগুয়ে

৬ – ইংল্যান্ড

৭ – পর্তুগাল

৮ – সুইজারল্যান্ড

৯ – স্পেন

১০ – ডেনমার্ক

 

তবে,বিশাল এক বিশ্বকাপ শেষেও,অবস্থানের পরিবর্তন ঘটেনি বাংলাদেশের।

যথারীতি, আগের মতো সেই ১৯৪তম স্থানেই রয়ে গেছে বাংলাদেশ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version