Home খেলাধুলা নেদারল্যান্ডসের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারে বাংলাদেশ, প্রস্তুতি সিলেটেই

নেদারল্যান্ডসের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারে বাংলাদেশ, প্রস্তুতি সিলেটেই

0

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক টি২০ সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত আগস্টে বাংলাদেশ সফর বাতিল করায় বিকল্প সিরিজ হিসেবে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের একটি টি২০ সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, “নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা অনেকদূর এগিয়েছে। তারা বাংলাদেশে খেলতে রাজি। তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি, তাই তারিখ ও ভেন্যু চূড়ান্ত নয়। শিগগিরই সবকিছু পরিষ্কার হবে।”

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া কাপের প্রস্তুতির কথা মাথায় রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি আয়োজন করতে চায় তারা। কারণ হিসেবে বলা হচ্ছে, এশিয়া কাপের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে (৯–২৮ সেপ্টেম্বর), যেখানে উইকেট তুলনামূলকভাবে স্পোর্টিং এবং বোলারদের জন্য সহায়ক। সে ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটের উইকেট উপযোগী বিবেচিত হচ্ছে।

নাজমুল আবেদীন আরও বলেন, “মিরপুরের উইকেট খুব একটা সহায়ক নয়। এখানে খেলে আমাদের তেমন প্রস্তুতি হবে না। সিলেটে উইকেট অনেক ভালো থাকে, তাই সেখানে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।”

জানা গেছে, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের কাছে সম্ভাব্য তারিখ ও ভেন্যু উল্লেখ করে প্রস্তাব পাঠিয়েছে বিসিবি। তবে ডাচ বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। তারা সফরের খরচ, সুযোগ-সুবিধা ইত্যাদি বিবেচনা করছে। বিসিবি আশাবাদী, আগামী এক সপ্তাহের মধ্যে দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

সবকিছু ঠিক থাকলে চলতি আগস্টের তৃতীয় সপ্তাহেই সিলেটে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version