Home বাংলাদেশ নেছারাবাদে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আপত্তিকর ভিডিও পাঠিয়ে টাকা দাবি, জড়িতদের শনাক্তে তদন্ত...

নেছারাবাদে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আপত্তিকর ভিডিও পাঠিয়ে টাকা দাবি, জড়িতদের শনাক্তে তদন্ত শুরু

0

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দক্ষিণ বিন্না গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন। তবে তার পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।

নিহতের স্বামী জানান, তার স্ত্রী চাচাতো ভাই ইয়াসিনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কিছুদিন আগে ইয়াসিন তাদের একটি অন্তরঙ্গ ভিডিও স্বামীর ইমো নম্বরে পাঠান এবং ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। পরে ১০ হাজার টাকা পরিশোধ করা হলেও, বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কলহ শুরু হয়। সেই ঘটনার রেশ ধরেই আত্মহত্যার ঘটনা ঘটে বলে তার দাবি।

গৃহবধূর মা অভিযোগ করেন, ভিডিও নিয়ে পারিবারিক অশান্তি দেখা দেয়। এরপর মেয়েটি বাবার বাড়িতে ফিরে আসে। শুক্রবার রাতে স্বামী বাড়িতে এলে নতুন করে ঝগড়া হয় এবং এরপরই মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তার সন্দেহ, মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, দাম্পত্য কলহ আগেও ছিল, তবে কীভাবে এ মৃত্যু ঘটল, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তে তদন্ত চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version