Home খেলাধুলা অপ্রতিরোধ্য আশরাফুল, টানা ৩ সেঞ্চুরি

অপ্রতিরোধ্য আশরাফুল, টানা ৩ সেঞ্চুরি

0

দুর্দান্ত ফর্মে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে চলেছেন এক সময়ের জাতীয় দলের এই সেরা ব্যাটসম্যান। এবার রেলিগেশন লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিন অঙ্কের ঘরে পৌঁছে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র এদিন মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়নের। যেখানে টসে জিতে ব্যাটিংয়ে নামে কলাবাগান। দলীয় ৫ রানে ওপেনার ফয়সালকে হারায় কলাবাগান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ‍আরেক ওপেনার ওয়লিউল করিমকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েন আশরাফুল। ওয়লিউল ৭৯ রানে আউট হলেও ১০২ রান করে অপরাজিত থাকেন আশরাফুল।

১৩৭ বলে ১০টি চারের সাহায্যে নিজের ইনিংস সাজান ডানহাতি ব্যাটসম্যান আশরাফুল। তার ব্যাটে ভর করে কলাবাগান শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে।

উল্লেখ্য, আশরাফুল আগের দুই ম্যাচে যথাক্রমে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ১০৩ (অপরাজিত) ও মোহামেডানের বিপক্ষে ১২৭ রান করেছেন। এ মৌসুমেই তিনি রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version