Home খেলাধুলা ব্যক্তিমালিকানাধীন লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল পিসিবি

ব্যক্তিমালিকানাধীন লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল পিসিবি

0

ব্যক্তিমালিকানাধীন কোনো ক্রিকেট লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কোনো দল নিজেদের নামের সঙ্গে ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে।

সম্প্রতি ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্টে ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ নামের একটি দল ভারতের বিপক্ষে দুই দফায় খেলতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় বোর্ডের ভেতরে অসন্তোষ দেখা দেয়। শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ সাবেক তারকাদের নিয়ে গঠিত দলটির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পিসিবির পরিচালনা পর্ষদ।

টেলিকম এশিয়া স্পোর্টসের বরাতে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডব্লিউসিএলের ফাইনালে ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলটিকে খেলার অনুমতি দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতে আর কোনো অননুমোদিত দলকে পাকিস্তানের নাম ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানায় পিসিবি।

পিসিবির একটি সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অনুমোদন ছাড়াই ‘পাকিস্তান’ নামে লিগ আয়োজন করা হচ্ছে, যেগুলোর মান নিয়েও প্রশ্ন রয়েছে।

পিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) মন্ত্রণালয়। তাদের মতে, আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা রক্ষায় এমন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version