Home খেলাধুলা ফাইনালে বাংলাদেশ

ফাইনালে বাংলাদেশ

0

মোঃজুলকার নাইন মাহফুজ

অঘোষিত সেমিফাইনালে আবু ধাবিতে পাকিস্তানকে ধরাশায়ী করে এশিয়া কাপের ফাইনালে পা রাখল বাংলাদেশ।
আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে টিম টাইগার্স।

তবে দিনের শুরুটা মোটেও ভাল হয়নি বাংলাদেশের। যথারীতি ব্যর্থ ছিল টপ অর্ডার। লিটন,সৌম্য এবং মুমিনুলকে হারিয়ে যখন দিশেহারা বাংলাদেশ তখনই দলের হাল ধরল অভিজ্ঞ মুশফিক এবং মিঠুন। অবিচ্ছিন্ন শতরানের জুটিতে বাংলাদেশকে পথ দেখায় তারা। ধীরে ধীরে যখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌছে যাচ্ছিল মুশফিক অর্থাৎ ব্যক্তিগত ৯৯ রানে শাহিন আফ্রিদির বলে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের পথ দেখে। মিঠুন অভিজ্ঞ মুশফিককে যোগ্য সংজ্ঞ দেয়। নিজের ৬০ রানের মাথায় হাসান আলির বলে আউট হয়ে ফিরে যান তিনি। দলীয় ২৩৯ রানের মাথায় বাংলাদেশের ইনিংস থামে।
ইনিংসের শুরুটা মোটেও ভাল হয়নি পাকিস্তানের। মিরাজের প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান ফখর জামান। তখনই আরো বড় ধাক্কা দেয় মুস্তাফিজ। বাবর আজমকে ফিরিয়ে দেন তিনি। পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ কিছুটা কাউন্টার এটাক করতে চাইলেও মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখান কাটার মাস্টার। মালিক-ইমাম জুটি ধীরে ধীরে লক্ষ্যের দিকে পৌছাতে থাকলে রুবেলের বলে দুর্দান্ত ক্যাচ ধরে আউট করেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। তারপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি পাকিস্তান। মাঝে ইমাম-আসিফ জুটি কিছুটা ভয় দেখালেও স্ট্যাম্পিং এর ফাঁদে ফেলেন মিরাজ। এরপর দলের বাকি সবাই আসা যাওয়ার মধ্যেই ছিল।
পাকিস্তানকে ৩৭ রানে হারলো টাইগার বাহিনী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version