আইফোন ব্যবহার করছেন, কিন্তু চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়? অ্যাপল জানিয়েছে, কিছু সাধারণ সেটিংস বদলালেই ব্যাটারির আয়ু অনেকক্ষণ ধরে রাখা সম্ভব।
অটো-ব্রাইটনেস বন্ধ করুন
স্ক্রিনের আলো যত বেশি, চার্জ তত দ্রুত শেষ হয়। Auto-Brightness অন থাকলে ফোন নিজেই আলোর পরিমাণ বাড়ায়, যা ব্যাটারির জন্য ভালো নয়।
কীভাবে বন্ধ করবেন: Settings > Accessibility > Display & Text Size > Auto-Brightness বন্ধ করুন। বিকল্প: Night Shift চালু রাখুন—এটা চোখ ও ব্যাটারি, দুটোরই যত্ন নেয়।
অটো-লক টাইম কমিয়ে দিন
ফোন কতক্ষণ স্ক্রিন চালু থাকবে, তা Auto-Lock নির্ধারণ করে। যত দ্রুত ফোন লক হবে, তত কম চার্জ খরচ হবে।
সেট করতে: Settings > Display & Brightness > Auto-Lock > ৩০ সেকেন্ড বা ১ মিনিট নির্বাচন করুন। Always-On Display ফিচার থাকলে সেটাও বন্ধ করুন।
লোকেশন সার্ভিসে নিয়ন্ত্রণ আনুন
অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে লোকেশন ট্র্যাক করে, যা ব্যাটারি দ্রুত খরচ করে। সব অ্যাপের জন্য এটা প্রয়োজন নয়।
কীভাবে ঠিক করবেন: Settings > Privacy & Security > Location Services।
যেসব অ্যাপের লোকেশন দরকার নেই, তাদের Never করুন। দরকারি অ্যাপের জন্য While Using the App রাখুন।
অ্যাপল জানিয়েছে, এই সেটিংসগুলো ঠিকভাবে ব্যবহার করলে ব্যাটারির আয়ু দ্বিগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনে আজই চেক করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন।
সিএ/এমআর