চিকিৎসাবিজ্ঞানে মানবদেহের কিছু অঙ্গকে অপরিহার্য হিসেবে ধরা হয়। মোট প্রায় ৮০টি অঙ্গ থাকা সত্ত্বেও, শুধুমাত্র ৫টি অঙ্গ ছাড়া বেঁচে থাকা সাধারণত অসম্ভব। এগুলো হলো—মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার ও কিডনি।
অন্য অঙ্গ যেমন অন্ত্র, অগ্ন্যাশয় বা ত্বক গুরুত্বপূর্ণ হলেও আধুনিক চিকিৎসার সাহায্যে এগুলো ছাড়াও বাঁচা সম্ভব। চোখ বা জিহ্বা না থাকলে জীবন কঠিন হবে, কিন্তু জীবন নষ্ট হবে না।
হাত-পা না থাকলেও বেঁচে থাকা সম্ভব, তবে সবচেয়ে বড় বিপদ হলো রক্তপাত। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে গড়ে ৫ লিটার রক্ত থাকে, যার ৩ লিটার হারালে জীবন বিপন্ন হয়ে যায়। মস্তিষ্কের বড় অংশ থাকলেই মানুষ বেঁচে থাকতে পারে, লিভারের বড় অংশ কেটে ফেলা হলেও এটি নিজে থেকে পুনর্জন্ম নেয়। একটি কিডনি থাকলেই জীবন চলতে পারে।
আজকাল কিডনির জন্য ডায়ালাইসিস, হৃৎপিণ্ড ও ফুসফুসের জন্য ECMO মেশিন আছে। তবে লিভার ও মস্তিষ্কের বিকল্প নেই। প্রযুক্তিগত সহায়তায় অনেক অঙ্গের কাজ চালানো সম্ভব, কিন্তু তা কি সত্যিকারের বেঁচে থাকা? শেষ পর্যন্ত সিদ্ধান্ত রোগীর স্বাস্থ্য ও ব্যক্তিগত মূল্যবোধের ওপর নির্ভর করে।
সিএ/এমআর


