জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণে বিভিন্ন প্রশ্নের উত্তরে ইলন মাস্কের ‘গ্রোকিপিডিয়া’কে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক পরীক্ষায় দেখা গেছে, চ্যাটজিপিটি-জিপিটি-৫.২ সংস্করণে এক ডজনেরও বেশি প্রশ্নের অন্তত নয়বার গ্রোকিপিডিয়াকে উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই উৎসের ব্যবহার প্ল্যাটফর্মে ভুল তথ্য বা অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে।
চ্যাটজিপিটি গ্রোকিপিডিয়াকে এমন বিষয়েও ব্যবহার করেছে, যেগুলোতে ইরানের রাজনৈতিক কাঠামো, বাসিজ আধাসামরিক বাহিনীর বেতন এবং মোস্তাজাফান ফাউন্ডেশনের মালিকানা সম্পর্কিত তথ্য রয়েছে। এছাড়া ব্রিটিশ ইতিহাসবিদ স্যার রিচার্ড ইভান্সের জীবনী সংক্রান্ত প্রশ্নেও এই উৎস ব্যবহৃত হয়েছে।
উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি এআই-চালিত অনলাইন বিশ্বকোষ গ্রোকিপিডিয়া গত অক্টোবর যাত্রা শুরু করেছে। তবে সমকামী বিবাহ এবং যুক্তরাষ্ট্রের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গা নিয়ে ডানপন্থী দৃষ্টিভঙ্গি প্রচারের কারণে এটি সমালোচিত। গ্রোকিপিডিয়ায় মানুষ সরাসরি তথ্য সম্পাদনা করতে পারে না; একটি এআই মডেল কনটেন্ট তৈরি করে এবং পরিবর্তনের অনুরোধে সাড়া দেয়।
চ্যাটজিপিটি গ্রোকিপিডিয়া ব্যবহার না করে সরাসরি তথ্য না দেওয়ার ক্ষেত্রে যেমন ক্যাপিটল হিল দাঙ্গা, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গণমাধ্যমের পক্ষপাত বা এইচআইভি/এইডস সম্পর্কিত বিষয়গুলো, তবে অপেক্ষাকৃত কম পরিচিত বা জটিল বিষয়ে গ্রোকিপিডিয়ার তথ্য উত্তরগুলিতে অন্তর্ভুক্ত হয়েছে। উদাহরণ হিসেবে ইরান সরকার ও এমটিএন-ইরানসেলের সম্পর্ক এবং স্যার রিচার্ড ইভান্সের মামলার তথ্য গ্রোকিপিডিয়ার সূত্রে চ্যাটজিপিটি ব্যবহার করেছে।
জিপিটি–৫.২ ছাড়াও অ্যানথ্রোপিকের ‘ক্লদ’ মডেলও বিভিন্ন বিষয়ে মাস্কের বিশ্বকোষ ব্যবহার করছে। ওপেনএআই-এর এক মুখপাত্র জানিয়েছেন, মডেলগুলো ওয়েব সার্চের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে এবং নিরাপত্তা ফিল্টার ব্যবহার করে কম বিশ্বাসযোগ্য তথ্য চিহ্নিত করা হয়।
গবেষকরা বিষয়টিকে ‘এলএলএম গ্রুমিং’ হিসেবে দেখছেন, যেখানে অপপ্রচারকারীরা ইন্টারনেটে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে দেয় যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো সেগুলো সত্য মনে করে। অপতথ্য গবেষক নিনা জানকোভিচ বলেন, গ্রোকিপিডিয়ার তথ্য প্রায়শই অনির্ভরযোগ্য ও উদ্দেশ্যমূলক, এবং এই উৎস ব্যবহার করলে ব্যবহারকারীরা ভুলভাবে নির্ভরযোগ্য মনে করতে পারেন।
সিএ/এসএ


