গত কয়েক দিন ধরে অনেক ব্যবহারকারী লক্ষ্য করছেন, ফেসবুক অ্যাপ চালু করলে বা ‘লঞ্চ স্ক্রিনে’ আগের নীল-সাদা লোগোর পরিবর্তে একটি হালকা ফেড বা ধূসর রঙের লোগো দেখা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই একই ধরনের পরিবর্তন চোখে পড়ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও কৌতূহল।
অনেকে ধারণা করছেন, শীতের মৌসুম উপলক্ষে এটি হয়তো একটি ‘উইন্টার থিম’। আবার কারও মতে, এটি কোনো কারিগরি ত্রুটি বা বাগ হতে পারে। আইফোন ব্যবহারকারী শুভ কয়েক দিন ধরে এই ভিন্ন লোগোটি দেখছেন বলে জানান। প্রথমে তিনি মনে করেছিলেন, হয়তো তার ফোনের রেজল্যুশনজনিত সমস্যা। পরে অন্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারেন, অনেক ব্যবহারকারীই একই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আব্দুল করীমও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান।
তবে প্রযুক্তি সাংবাদিক ও ডিজাইন বিশ্লেষকদের একাংশ বলছেন, এটি কোনো ত্রুটি নয়। বরং মেটা পরিকল্পিতভাবে একটি ‘ব্র্যান্ড রিফ্রেশ’ বা ভিজ্যুয়াল পরীক্ষামূলক পরিবর্তন চালাচ্ছে। তাদের মতে, নতুন লোগোতে হালকা গ্রেডিয়েন্ট বা ফেডেড রঙ ব্যবহার করা হয়েছে, যা আধুনিক ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে লোগোর দৃশ্যমানতাও বাড়ে।
বিশেষজ্ঞরা আরও মনে করছেন, মেটার অন্যান্য অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে ইতোমধ্যেই ভিজ্যুয়াল আপডেট এসেছে। ফেসবুকের এই পরিবর্তন সেই ধারাবাহিকতার অংশ হতে পারে। যদিও মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন লোগো বা থিম নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এটি সাময়িক পরীক্ষামূলক নাকি ভবিষ্যতের স্থায়ী পরিবর্তন—তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে ফেসবুক প্রথমবার বড় পরিসরে তাদের লোগোতে পরিবর্তন আনে। সে সময় ‘এফ’ অক্ষর বাদে বাকি অক্ষরের নকশায় আধুনিক ছোঁয়া যুক্ত করা হয়।
সিএ/এমআর


