চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গানটাংকিং এলাকায় ৩ লাখ বছরের পুরোনো কাঠের সরঞ্জামের এক বিরল ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই আবিষ্কার মানব সভ্যতার প্রাচীন জীবনযাত্রা ও প্রযুক্তি সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।
অক্সিজেনবিহীন কাদামাটির স্তরে সংরক্ষিত এই সরঞ্জামগুলো প্রায় আড়াই থেকে সাড়ে তিন লাখ বছরের পুরোনো বলে নির্ধারণ করা হয়েছে। গবেষকদের মতে, এগুলো মূলত মাটির নিচের শিকড় ও কন্দ সংগ্রহে ব্যবহৃত হতো।
বিশ্বজুড়ে এত পুরোনো কাঠের সরঞ্জাম খুবই বিরল। এই আবিষ্কার পূর্ব এশিয়ার আদিম মানুষের অভিযোজন ও খাদ্যাভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
সিএ/এমআর


