গ্যাস বা ডিজেলচালিত নৌকা সরিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আসছে সম্পূর্ণ বৈদ্যুতিক নৌযান। ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান আর্কের তৈরি স্পোর্ট ইভি নৌকাটি সম্প্রতি নেভাডার লেক মিডে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, এটি সাধারণ গ্যাসচালিত নৌকার তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব। আর্কের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিচ লি জানান, নৌকায় রয়েছে ৫০০ হর্সপাওয়ারের ইলেকট্রিক ড্রাইভট্রেইন। ফলে নৌকাটি দ্রুতগতির হলেও শব্দ অত্যন্ত কম, ধোঁয়া বা তীব্র কম্পন নেই।
প্রাথমিকভাবে স্পোর্টস ইভি দিয়ে পরীক্ষামূলকভাবে বাজারজাত করা হলেও ভবিষ্যতে মাছ ধরার নৌকা, অবসরযাপনের নৌযান এবং ফেরির মতো বাণিজ্যিক জাহাজ তৈরির পরিকল্পনাও রয়েছে। একবার পুরোপুরি চার্জ দিলে নৌকাটি গড়ে চার থেকে ছয় ঘণ্টা ব্যবহার করা সম্ভব।
সিএ/এমআর


