২০২৫ সালে বাংলাদেশে টিকটকে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। বিনোদন, খেলাধুলা, ভ্রমণ, শিক্ষা ও প্রযুক্তিসহ নানা ক্যাটাগরির ট্রেন্ডিং বিষয় এই তালিকায় উঠে এসেছে।
তালিকা অনুযায়ী, বাংলাদেশি ব্যবহারকারীরা এখন শুধু বিনোদনের জন্য নয়, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য জানতেও টিকটক ব্যবহার করছেন। নতুন কিছু শেখা, ভ্রমণ পরিকল্পনা, খেলাধুলার আপডেট কিংবা পণ্যের রিভিউ জানতে ইউজাররা এই প্ল্যাটফর্মে বেশি সার্চ করছেন।
টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, দ্রুত তথ্য, পরামর্শ ও ব্যাখ্যা পাওয়ার জন্য ব্যবহারকারীরা এখন টিকটকের ওপর বেশি নির্ভরশীল। ট্রেন্ডিং বিষয়গুলো মানুষের সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সঙ্গে প্ল্যাটফর্মটির সংযোগ আরও দৃঢ় করছে।
তালিকায় দেখা যায়, ভ্রমণ, খাবার ও শেখার কনটেন্টের সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। #LearnOnTikTok ট্যাগের সার্চ বেড়েছে সবচেয়ে বেশি। পাশাপাশি #TravelTok, #FoodTok ও #BookTok ট্যাগও জনপ্রিয়তা পেয়েছে।
শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ইয়াশ রোহান, হানিয়া আমির, তানজিয়া জামান মিথিলা, তাসনিয়া ফারিন ও শবনম ফারিয়াকে। সংগীতশিল্পীদের তালিকায় ছিলেন প্রীতম হাসান, তালউইন্দার ও টেইলর সুইফটসহ আরও অনেকে।
ভ্রমণ গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি সার্চ হয়েছে দুবাই, ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড ও ফটিকছড়ি মিনি কাশ্মীর। এছাড়া জনপ্রিয় নাটক ও টিভি শোর তালিকায় ছিল ব্যাচেলর পয়েন্ট, অনুরাগের ছোঁয়া ও পরিণীতা।
সিএ/এমআর


