শীতের মৌসুমে সারা দেশে তাপমাত্রা কমে যাওয়ায় অনেক মানুষই গরম পানির জন্য গিজার, হিটার বা বৈদ্যুতিক রড ব্যবহার করছেন। দৈনন্দিন কাজে স্বস্তি দিলেও এসব যন্ত্র ব্যবহারে সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক হিটার রড ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা জরুরি।
সংবাদমাধ্যমে প্রায়ই বৈদ্যুতিক শক বা দুর্ঘটনার খবর পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে থাকে নিম্নমানের হিটার ব্যবহার কিংবা নিরাপত্তা বিধি না মানা। বিশেষ করে বৈদ্যুতিক হিটার রড বা গিজারের সঙ্গে সঠিক আর্থিং না থাকলে মারাত্মক বৈদ্যুতিক শকের ঝুঁকি তৈরি হয়। আর্থিং তারটি ঠিকভাবে সংযুক্ত না থাকলে বিদ্যুৎ প্রবাহ শরীরে ছড়িয়ে পড়তে পারে, যা প্রাণঘাতীও হতে পারে।
নিরাপত্তা নিশ্চিত করতে গিজার বা বৈদ্যুতিক রড ব্যবহারের সময় অবশ্যই আরসিসিবি বা ইএলসিবি ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু গিজার বা হিটার রড লাইনের জন্য ৩০ এমএ ক্ষমতার আরসিসিবি বা ইএলসিবি ব্যবহার করলে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে।
গরম পানি ব্যবহারের আগে অবশ্যই বৈদ্যুতিক রডটি বিদ্যুৎ সংযোগ থেকে খুলে নিতে হবে। এতে শর্ট সার্কিটের আশঙ্কা কমে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। একই সঙ্গে নিয়মিতভাবে গিজার বা বৈদ্যুতিক রডের তার পরীক্ষা করা জরুরি। তারে কোনো ধরনের ছেঁড়া বা ক্ষতি থাকলে তা দ্রুত পরিবর্তন করা উচিত।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেজা হাতে কখনোই সুইচ অন বা অফ না করা। এতে বৈদ্যুতিক শকের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। সামান্য সচেতনতা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করলে শীতকালে গরম পানি ব্যবহারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
সিএ/এমআর


