নতুন বছরকে স্বাগত জানাতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে। অ্যাপটিতে যুক্ত হয়েছে হ্যাপি নিউ ইয়ার ২০২৬ থিমের বিশেষ স্টিকার প্যাক, যা ব্যবহার করে সহজেই শুভেচ্ছা বিনিময় করা যাচ্ছে। ডিজিটাল মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এই স্টিকারগুলো ইতোমধ্যে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
এই স্টিকার প্যাকে রয়েছে পার্টি টুপি, বেলুন, ২০২৬ সালের গ্রাফিক ভিজ্যুয়াল এবং কয়েকটি আনন্দঘন অ্যাপ চরিত্র। বছরের শেষভাগে নতুন বছরের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই স্টিকারগুলো তৈরি করা হয়েছে। রঙিন ডিজাইন ও উৎসবমুখর থিমের কারণে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা আদান-প্রদানে এটি বাড়তি আকর্ষণ যোগ করছে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আইফোন ছাড়াও ল্যাপটপ ও ট্যাবলেট থেকে এই স্টিকার প্যাক ব্যবহার করা যাবে। ডাউনলোড প্রক্রিয়াও সহজ। স্টিকার প্যাকে অ্যানিমেটেড ও স্ট্যাটিক—দুই ধরনের স্টিকার রয়েছে। ফাইলের আকার ছোট হওয়ায় দ্রুত ডাউনলোড সম্ভব হচ্ছে।
স্টিকার প্যাকটি পেতে প্রথমে অ্যাপ খুলে যে কোনো চ্যাটে প্রবেশ করতে হবে। মেসেজ বক্সের পাশে থাকা স্টিকার আইকনে ট্যাপ করে সার্চ বক্সে হ্যাপি নিউ ইয়ার লিখে খোঁজ করলে বিভিন্ন ধরনের স্টিকার প্যাক দেখা যাবে। পছন্দের প্যাক নির্বাচন করে ডাউনলোড করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে স্টিকার ট্রেতে যুক্ত হবে।
স্টিকার পাঠানোর পদ্ধতিও সহজ। যে কোনো চ্যাট বা গ্রুপ চ্যাট খুলে স্টিকার আইকনে ট্যাপ করে স্টিকার ট্রে থেকে পছন্দের স্টিকার নির্বাচন করলেই তা পাঠানো যাবে। নতুন বছরের শুভেচ্ছা জানাতে দ্রুত ও আকর্ষণীয়ভাবে বার্তা পাঠাতে এই সুবিধা কাজে লাগাতে পারবেন ব্যবহারকারীরা।
সিএ/এমআর


