গ্যাস বা ডিজেলচালিত নৌকার বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে যাচ্ছে বিদ্যুৎচালিত নৌযান।
পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার অংশ হিসেবে ক্যালিফোর্নিয়াভিত্তিক নৌযান নির্মাতা প্রতিষ্ঠান আর্ক তাদের তৈরি সম্পূর্ণ বৈদ্যুতিক নৌকা স্পোর্ট ইভি পরীক্ষামূলকভাবে চালাচ্ছে। সম্প্রতি নেভাডা অঙ্গরাজ্যের লেক মিডে এই নৌযানটির পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত গ্যাসচালিত নৌকার তুলনায় বিদ্যুৎচালিত নৌযানটি পরিবেশের জন্য অনেক বেশি নিরাপদ। চলাচলের সময় এতে কোনো ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না, ফলে পানিদূষণের ঝুঁকিও কমে। আর্কের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে স্পোর্টস নৌকা বাজারে এলেও ভবিষ্যতে মাছ ধরার নৌকা, অবসর যাপনের নৌযান এবং ফেরির মতো বাণিজ্যিক জাহাজ তৈরির দিকেও তারা এগোবে।
লেক মিডে পরীক্ষামূলকভাবে চালানো এই নৌকাটি তৈরি করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান আর্ক। প্রতিষ্ঠানটির প্রকৌশল দলে রয়েছেন বৈদ্যুতিক যানবাহন নির্মাতা টেসলা ও রিভিয়ান থেকে আসা সাবেক প্রকৌশলীরা। তাদের অভিজ্ঞতার সমন্বয়ে পানিতে চলাচলের জন্য উন্নত প্রযুক্তিনির্ভর একটি নৌযান তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আর্ক।
নির্মাতাদের মতে, পানিপথে বিদ্যুৎচালিত নৌকার ব্যবহার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্যাসচালিত নৌকার মতো এতে জ্বালানি পোড়ানোর প্রয়োজন নেই, ফলে শব্দদূষণ ও কম্পনও তুলনামূলকভাবে অনেক কম।
আর্কের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিচ লি জানান, আর্ক স্পোর্ট ইভিতে ব্যবহৃত হয়েছে ৫০০ হর্সপাওয়ারের শক্তিশালী ইলেকট্রিক ড্রাইভট্রেইন। উচ্চগতিসম্পন্ন হলেও নৌকাটির চলাচল অত্যন্ত মসৃণ ও নীরব। একবার সম্পূর্ণ চার্জ দিলে গড়ে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত এটি ব্যবহার করা সম্ভব। পাশাপাশি রক্ষণাবেক্ষণের খরচও প্রচলিত নৌকার তুলনায় কম।
এই নৌকার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর সফটওয়্যারভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। নৌকার মাঝখানে থাকা বড় টাচস্ক্রিনের মাধ্যমে ভারসাম্য নিয়ন্ত্রণ, গতি ও অন্যান্য প্রয়োজনীয় সেটিং সহজেই পরিচালনা করা যায়। এতে পানিনির্ভর খেলাধুলা আরও নিয়ন্ত্রিত ও নির্ভুলভাবে করা সম্ভব বলে দাবি নির্মাতাদের।
আর্ক স্পোর্ট ইভির মূল্য শুরু হচ্ছে দুই লাখ আটষট্টি হাজার মার্কিন ডলার থেকে। দাম তুলনামূলক বেশি হলেও প্রতিষ্ঠানটির দাবি, এটি প্রিমিয়াম গ্যাসচালিত ওয়েক স্পোর্ট নৌকার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে সক্ষম। একই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে বাণিজ্যিক নৌযান তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে আর্ক।
সিএ/এসএ


