দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এটি চালু হলে দেশের নিবন্ধিত ফ্রিল্যান্সাররা সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ, ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং আরও বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, freelancers.gov.bd প্ল্যাটফর্মের VAPT (Vulnerability Assessment & Penetration Testing) সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উদ্যোগে বাস্তবায়িত এই কার্যক্রমের মাধ্যমে ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র পাবেন।
ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে পেশাদাররা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা এবং অন্যান্য সুবিধা পেতে পারবেন। একই সঙ্গে, এটি দেশীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা বৃদ্ধি করবে।
freelancers.gov.bd প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেইজ হিসেবেও কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বাজার প্রবণতা সংরক্ষিত ও হালনাগাদ থাকবে। এই তথ্য নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতি, তরুণদের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের ক্ষেত্রে কৌশলগত ভূমিকা রাখবে। দেশীয় ফ্রিল্যান্সিং সেক্টরকে নিরাপদ, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসার পথেও এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।
সিএ/এসএ


