ব্যবহারকারীদের স্বাস্থ্য বিষয়ক চাহিদা মেটাতে এবার ওপেনএআই তাদের এআই চ্যাটবটের জন্য নতুন একটি ফিচার চালু করেছে, যার নাম ‘চ্যাটজিপিটি হেলথ’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মেডিকেল রেকর্ড এবং বিভিন্ন হেলথ অ্যাপ চ্যাটবটের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা আরও সঠিক ও ব্যক্তিগতকৃত স্বাস্থ্য পরামর্শ বা তথ্য পেতে সক্ষম হবেন।
ওপেনএআই জানিয়েছে, ‘চ্যাটজিপিটি হেলথ’-এর জন্য বিশেষভাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে হওয়া কথোপকথন কোম্পানির মূল এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার হবে না, যা ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে।
বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কোন কোন হেলথ অ্যাপের সঙ্গে এটি যুক্ত হবে, তা নির্দিষ্ট অঞ্চলের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে ওপেনএআই স্পষ্ট করেছে যে, এই ফিচারটি ‘রোগ নির্ণয় বা চিকিৎসার উদ্দেশ্যে তৈরি হয়নি’। ব্যবহারকারীদের জন্য এটি শুধুমাত্র তথ্য সংগ্রহ এবং স্বাস্থ্য বিষয়ক সাধারণ দিকনির্দেশনার জন্য।
কোম্পানি আবারও সতর্ক করেছে যে, চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই চ্যাটবট থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নেওয়া নিরাপদ নয়। ব্যবহারকারীদের চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সর্বদা যোগ্য স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
সিএ/এমআর


