হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে এক দারুণ খবর। দীর্ঘ প্রতীক্ষার পর মেটা অবশেষে প্ল্যাটফর্মে আনছে এমন একটি সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের সাম্প্রতিক ছবি, ভিডিও, নথি, জিআইএফ ও লিংক এক জায়গায় দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ডব্লিউএবিবেটাআইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এখন “মিডিয়া কেন্দ্র” নামের নতুন একটি সেকশন পরীক্ষা করা শুরু করেছে, যা বর্তমানে সীমিত সংখ্যক ওয়েব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। নতুন এই সুবিধাটি মূলত হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের পাশের অংশে একটি নতুন বোতাম হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আলাদা আলাদা চ্যাট না খুলেই নিজেদের কথোপকথনে শেয়ার হওয়া সমস্ত ছবি, ভিডিও ও নথি একসাথে দেখতে পারবেন।
নতুন ফিচারের বিস্তারিত
প্রতিবেদনে বলা হয়, মিডিয়া কেন্দ্র ব্যবহারকারীদের জন্য একটি পরিচ্ছন্ন ও গোছানো ভিউ প্রদান করবে। এতে ব্যবহারকারীরা সাম্প্রতিক সময়ে শেয়ার করা ছবি ও ভিডিও ছাড়াও চ্যাটে থাকা লিংক ও নথি সহজেই দেখতে ও খুঁজে নিতে পারবেন। ফলে পুরনো চ্যাট স্ক্রল না করেই প্রয়োজনীয় ফাইল মুহূর্তেই খুঁজে পাওয়া যাবে।
তবে এই কেন্দ্র শুধুমাত্র সর্বশেষ ফাইলগুলোই দেখাবে, যাতে ব্যবহারকারীরা সবচেয়ে হালনাগাদ কনটেন্ট দ্রুত দেখতে পারেন। এতে থাকবে একটি শক্তিশালী সার্চ অপশন, যার মাধ্যমে নির্দিষ্ট ছবি, ভিডিও বা নথি খুঁজে পাওয়া আরও সহজ হবে। এমনকি ব্যবহারকারীরা নাম, তারিখ বা যোগাযোগের ভিত্তিতেও ফিল্টার করতে পারবেন— যেমন কোন বন্ধু বা পরিবারের সঙ্গে কোন ছবি বা ভিডিও শেয়ার হয়েছে, তা সহজেই জানা যাবে।
অতিরিক্ত সুবিধা
নতুন এই মিডিয়া কেন্দ্র ব্যবহারকারীদের দিচ্ছে একসঙ্গে একাধিক ছবি বা ভিডিও নির্বাচন করে মুছে ফেলা বা ডাউনলোড করার সুযোগ। পাশাপাশি তারিখ, ফাইল সাইজ বা প্রেরকের নাম অনুযায়ী ফিল্টার করার সুবিধাও থাকছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের ফাইল ব্যবস্থাপনা আরও দ্রুত ও কার্যকরভাবে করতে পারবেন।
বর্তমানে এই সুবিধাটি কেবল ওয়েব সংস্করণ ও ম্যাক অ্যাপে সীমিতভাবে চালু করা হয়েছে। তবে মেটা জানিয়েছে, ধীরে ধীরে এটি সব ব্যবহারকারীর জন্য বিশ্বব্যাপী চালু করা হবে। ফলে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আর কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্ট খুঁজে পেতে সমস্যায় পড়বেন না।
সবশেষে বলা যায়, হোয়াটসঅ্যাপের নতুন “মিডিয়া কেন্দ্র” ফিচারটি শুধু অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকেই উন্নত করবে না, বরং ডিজিটাল যোগাযোগকে করবে আরও গতিশীল ও ব্যবহারবান্ধব। এটি মেটার সাম্প্রতিক প্রযুক্তি উন্নয়নের ধারায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: ডব্লিউএবিবেটাআইনফো
সিএ/এমআরএফ


