ভিডিও গেমের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর কথা ছিল, তবে এবারও আরেক দফা পিছিয়েছে ‘জিটিএ সিক্স’ মুক্তি। ২০১৩ সালে ‘জিটিএ ফাইভ’ মুক্তির পর থেকে গেমাররা নতুন কিস্তির জন্য এক দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করে আসছেন।
প্রথমে আশা করা হয়েছিল, ২০২৫ সালে মুক্তি পাবে গেমটি। পরে প্রকাশিত হয় ২০২৬ সালের মে মাসে এর লঞ্চ হবে বলে। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, নতুন ঘোষিত তারিখ ২০২৬ সালের ১৯ নভেম্বর। তারা উল্লেখ করেছে, গেমারদের জন্য উচ্চ মানের এবং নিখুঁত অভিজ্ঞতা নিশ্চিত করতে সময়ের প্রয়োজন।
‘জিটিএ ফাইভ’ মুক্তির দশকের পরও বিশ্বব্যাপী জনপ্রিয়তা ধরে রেখেছে, বিশেষ করে অনলাইন মোডের কারণে নতুন প্রজন্মের কাছেও এটি সমান প্রিয়। তাই দীর্ঘ সময়ের পর ঘোষণার পর গেমারদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, কিন্তু বারবার বিলম্বের কারণে অনেকেই হতাশ।
রকস্টার গেমস জানিয়েছে, ‘জিটিএ সিক্স’-এ থাকবে নতুন শহর ‘লিওনিডা’, যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অনুপ্রেরণায় নির্মিত। পাশাপাশি ফিরছে ক্লাসিক ‘ভাইস সিটি’-এর আধুনিক ও ঝলমলে সংস্করণ, যা গেমারদের জন্য নতুন অভিজ্ঞতা প্রদান করবে।
সিএ/এমআরএফ


