ঢাকা: যুক্তরাষ্ট্রে নিজস্ব চিপ উৎপাদন শক্তিশালী করার পথে বড় পদক্ষেপ নিয়েছে এনভিডিয়া। কোম্পানিটি মার্কিন ফিনিক্স শহরের টিএসএমসি কারখানায় তৈরি প্রথম ব্ল্যাকওয়েল ওয়েফার উন্মোচন করেছে।
এ ওয়েফারটি এনভিডিয়ার এআই চিপ তৈরির মূল উপাদান, যা তৈরি করা হয়েছে টিএসএমসি’র উন্নত প্রযুক্তি ব্যবহার করে। এনভিডিয়া জানিয়েছে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করবে এবং এআই প্রযুক্তির সবকিছু দেশেই তৈরির ব্যবস্থা নিশ্চিত করবে।
টিএসএমসি’র অ্যারিজোনা কারখানায় ২, ৩ ও ৪ ন্যানোমিটার চিপ এবং এ১৬ চিপ তৈরি হবে। এসব চিপ এআই, টেলিযোগাযোগ ও উচ্চ সক্ষমতাওয়ালা কম্পিউটিং ক্ষেত্রে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ।
এনভিডিয়া, এএমডি ও ব্রডকমের সঙ্গে চুক্তি করেছে মার্কিন এআই কোম্পানিগুলোর সঙ্গে, যার লক্ষ্য হলো এআই চাহিদা পূরণে ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি করা। এনভিডিয়ার এই উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে নেতৃত্ব শক্তিশালী করার প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিশ্বের অন্যতম বড় চিপ নির্মাতা টিএসএমসি জানিয়েছে, এআই প্রযুক্তিতে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কোম্পানির আয়ও এ বছর বাড়বে বলে আশা করা হচ্ছে।
সিএ/এমআর