যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী স্টারলিংক বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশকে আঞ্চলিক হাব বা ‘পয়েন্ট অব প্রেজেন্স’ (PoP) হিসেবে ব্যবহার করতে চেয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে।
স্টারলিংক চিঠিতে উল্লেখ করেছে, বাংলাদেশের সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইডথ ইজারা নিয়ে ভুটান ও নেপালের মতো প্রতিবেশী দেশে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়ায় তারা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) এবং আনফিল্টারড আইপি ব্যবহারের জন্য বিটিআরসির অনুমোদন চেয়েছে।
প্রতিষ্ঠানটি আশ্বাস দিয়েছে, রপ্তানিকৃত ব্যান্ডউইডথ বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ট্রাফিককে প্রভাবিত করবে না এবং দেশের ভেতরের গ্রাহকদের কার্যক্রম স্থানীয় আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “আমরা এটিকে ব্যান্ডউইডথ রপ্তানির একটি প্রক্রিয়া হিসেবে দেখছি। স্টারলিংকের প্রস্তাবটি কারিগরিভাবে যাচাই-বাছাই করার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের কাছে পাঠানো হবে।”
স্টারলিংক গত মে মাসে বাংলাদেশে বাণিজ্যিকভাবে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেছে এবং দেশের চারটি স্থানে গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রস্তাব অনুমোদিত হলে বাংলাদেশ আঞ্চলিক ইন্টারনেট হাব হিসেবে পরিচিতি পাবে এবং ব্যান্ডউইডথ রপ্তানির মাধ্যমে নতুন আয়ের উৎস সৃষ্টি হবে।
সিএ/এমআর