সৌদি আরবে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য পবিত্র জমজম পানি সংগ্রহ আরও সহজ করে দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন উদ্যোগ হিসেবে নুসুক অ্যাপের মাধ্যমে এখন অনলাইনে যত খুশি বোতল জমজম পানি অর্ডার করা যাবে। এ সেবায় অর্ডারের সংখ্যায় কোনো সীমাবদ্ধতা নেই, যা দেশজুড়ে মুসলমানদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেছেন। তিনি জানান, নুসুক অ্যাপে নিবন্ধিত ব্যবহারকারীরা এখন দেশের যেকোনো প্রদেশ থেকেই ৩৩০ মিলিলিটার আকারের ছোট বোতলে জমজম পানি অর্ডার করতে পারবেন। অর্ডার করা পানি সরাসরি তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে।
পবিত্র মক্কার কাবাঘরের পাশের জমজম কূপের পানি মুসলমানদের কাছে বরকতময় ও পবিত্র হিসেবে পরিচিত। আগে এই পানি বড় কনটেইনারে বিক্রি করা হতো, যা বহনে অসুবিধা হতো। কিন্তু নতুন এই ছোট বোতলের উদ্যোগে এখন পানি বহন ও সংরক্ষণ দুই-ই সহজ হয়ে গেছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নুসুক অ্যাপকে একটি সমন্বিত ধর্মীয় সেবাপ্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে ওমরাহ ভিসা আবেদন, হোটেল বুকিং, ধর্মীয় দিকনির্দেশনা, এবং হজ সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এখন জমজম পানি যোগ হওয়ায় এই অ্যাপ আরও পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল সেবার এই সম্প্রসারণ সৌদি আরবের ভিশন ২০৩০ লক্ষ্য পূরণের পথে একটি বড় অগ্রগতি। কারণ, এটি শুধু প্রযুক্তিগত সুবিধা নয়, বরং ধর্মীয় সেবার সহজলভ্যতাও নিশ্চিত করছে।
সিএ/এমআর