একজন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা থাকা ইমানের অপরিহার্য অংশ। কোরআনে বলা হয়েছে, যারা ইমান এনেছে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা গভীর। একই সঙ্গে আল্লাহর রহমতের আশা ও তাঁর শাস্তির ভয়—এই তিনটি অনুভূতির ভারসাম্য একজন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ মানুষকে তাঁর রহমতের ব্যাপারে আশাবাদী হতে বলেছেন, আবার তাঁকে ভয় করতেও নির্দেশ দিয়েছেন। সৎ বান্দাদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা আল্লাহকে ডাকে আশা ও ভয়ের সঙ্গে এবং বিনয়ের মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করে।
আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া নিষেধ করা হয়েছে, আবার তাঁর শাস্তি থেকে নির্ভয় হওয়াও ক্ষতিকর বলে সতর্ক করা হয়েছে। এই ভারসাম্য হারালে মানুষের আমল ও নৈতিকতায় নেতিবাচক প্রভাব পড়ে।
ইমাম ইবনে তায়মিয়া (রহ.) মানুষের ঈমানকে একটি পাখির সঙ্গে তুলনা করেছেন। ভালোবাসা হলো পাখির মাথা, আর আশা ও ভয় দুটি ডানা। এই তিনটির ভারসাম্য থাকলেই মানুষ সঠিক পথে অগ্রসর হতে পারে। কোনো একটি উপাদান দুর্বল হলে ঈমানের স্থিতিশীলতা নষ্ট হয়।
আল্লাহর ভয় মানুষের কুপ্রবৃত্তিকে সংযত রাখে এবং তাঁর রহমতের আশা মানুষকে তওবা ও নেক আমলের দিকে উৎসাহিত করে। ভালোবাসা, আশা ও ভয়ের সমন্বয়ই একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য বলে আলেমরা মত দিয়েছেন।
সিএ/এমআর


