দুজনের জামাতে মুক্তাদি ইমামের পাশে দাঁড়ানোর নিয়ম নির্দিষ্ট। ইমাম ছাড়া একজন মুসল্লি থাকলে, মুক্তাদি মুসল্লি ইমামের ডান পাশে দাঁড়াবেন। অর্থাৎ ইমাম মুক্তাদির বাম পাশে থাকবেন।
আবদুল্লাহ বিন উতবা (রহ.) বলেছেন, তিনি ওমরের (রা.) কাছে গিয়ে নামাজের জন্য ডান পাশে দাঁড়িয়েছিলেন। আমাদের দেশে অনেকেই ভুলভাবে ইমামের থেকে পিছিয়ে দাঁড়ান। সঠিক নিয়ম হলো, মুক্তাদি মুসল্লি ইমামের বরাবর পাশে দাঁড়াবেন।
ইমামের পাশে দাঁড়ালে মুক্তাদি নামাজের মধ্যে আগে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে সামান্য পিছিয়ে দাঁড়ানো যায়।
সিএ/এমআর


