২০২৬ সালের হজকে সামনে রেখে পবিত্র মক্কায় মসজিদুল হারাম ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ কাজ। সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে এই উন্নয়ন কার্যক্রমের লক্ষ্য হলো হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইবাদতের পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় করা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হলো ‘সৌদি রিওয়াক’। আধুনিক প্রকৌশল ও ঐতিহ্যবাহী স্থাপত্যের সমন্বয়ে নির্মিত এই অংশ সম্পন্ন হলে মাতাফ এলাকায় ধারণক্ষমতা বহুগুণ বাড়বে। প্রতি ঘণ্টায় লক্ষাধিক হাজি একসঙ্গে তাওয়াফ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া মাতাফ ও সাঈ এলাকার মেঝে, ভেন্টিলেশন ব্যবস্থা ও চলাচলের পথ উন্নত করা হচ্ছে। বয়স্ক ও হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য আলাদা নিরাপদ ট্র্যাক নির্মাণ করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে—স্মার্ট ফ্লোর, উন্নত সাউন্ড সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হচ্ছে।
পরিবহন ব্যবস্থায়ও বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন টানেল, রিং রোড ও ট্রেন সংযোগ উন্নত করা হচ্ছে, যাতে হাজিদের যাতায়াত সহজ হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক কিছু সীমাবদ্ধতা থাকলেও ইবাদতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে।
সিএ/এমআর


