প্রশ্ন আসে, অজু ছাড়া কি মোবাইলে কোরআন পড়া যায়? উত্তর হলো—অজু না থাকলেও কোরআন তিলাওয়াত করা জায়েজ, যদি মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান আয়াত স্পর্শ না করা হয়। মুখস্ত কোরআন তিলাওয়াতের জন্য গোসল থাকা আবশ্যক হলেও অজু থাকা প্রয়োজন নয়।
তবে অজু ছাড়া কোরআনের হার্ড কপি স্পর্শ করা নিষিদ্ধ। মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করলে সেটিও নাজায়েজ, এমনকি স্ক্রিন প্রোটেক্টর থাকলেও। মোবাইলের খালি অংশ বা স্ক্রিনের নিচের অংশ স্পর্শ করা যায়।
এই নিয়ম মেনে চললে অজু না থাকলেও মোবাইলের মাধ্যমে কোরআন পাঠ করা সম্ভব।
সিএ/এমআর


