প্রশ্ন: গোসল ফরজ অবস্থায় সালাম দেওয়া ও উত্তর দেওয়া কি জায়েজ?
উত্তর: গোসল ফরজ হলে নামাজ পড়া, মসজিদে প্রবেশ ও কোরআন তিলাওয়াত নিষিদ্ধ। তবে দোয়া, দরুদ, জিকির, তাসবিহ পড়া জায়েজ। সালাম দেওয়া ও উত্তরও জায়েজ।
উদাহরণ:
- হজরত আবু হোরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) দেখার সময় অপবিত্র থাকলেও মুমিন ব্যক্তি কখনও অপবিত্র হয় না। (সহিহ বুখারি)
- ইমাম জুহরির ব্যাখ্যায়, গোসল ফরজ হলে জিকির ও বিসমিল্লাহ পড়া জায়েজ, কিন্তু কোরআন তিলাওয়াত নয়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক)
গোসল ফরজ হওয়ার কারণ:
১. উত্তেজনা বা বীর্যপাত (পুরুষ/নারী)
২. স্বপ্নদোষে বীর্যের চিহ্ন দেখা
৩. স্বামী-স্ত্রীর শারীরিক মিলন
৪. মাসিক বা হায়েজ শেষে
৫. নেফাস বা সন্তান জন্মদানের পর রক্তপাত বন্ধ হলে
গোসল দ্রুত করা উত্তম; অযথা বিলম্ব করা উচিত নয়।
সিএ/এমআর


