দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলায় অনেকের জন্য ঠান্ডা পানি ব্যবহার করে অজু বা গোসল করা কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ এবং ভাসমান জনগোষ্ঠী বেশি ভোগান্তিতে পড়ছে। এ অবস্থায় তীব্র শীতে তায়াম্মুম করা যাবে কি না— এ প্রশ্ন অনেকের মনে দেখা দিয়েছে।
ইসলামি বিধান অনুযায়ী, যদি পানি গরম করার সুযোগ থাকে, তবে তা গরম করে অজু বা গোসল করতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও তায়াম্মুম করা বৈধ নয়। তবে যদি পানি গরম করার কোনো উপায় না থাকে এবং ঠান্ডা পানি ব্যবহার করলে অসুস্থতা, অঙ্গহানি বা মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তায়াম্মুম করা জায়েজ।
কোরআনে বলা হয়েছে, তোমরা যদি অসুস্থ হও বা পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে মুখ ও হাত মাসাহ করো। তায়াম্মুমের নিয়ম অনুযায়ী মাটি বা মাটিজাতীয় বস্তুতে দুবার হাত লাগিয়ে একবার মুখ ও একবার কনুই পর্যন্ত হাত মাসাহ করতে হয়।
হাদিসে আরও এসেছে, কষ্টের অবস্থায় অজু করা সওয়াবের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই সামর্থ্য থাকলে অজু করা উত্তম, আর অসুবিধা হলে শরিয়তের ছাড় গ্রহণ করা বৈধ।
সিএ/এমআর


