মৃত্যু প্রতিটি মানুষের জন্য অবধারিত। মুসলিমের ইন্তেকালের পর জানাযা নামাজ ও দাফন শুধুমাত্র সামাজিক দায়িত্ব নয়, এটি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেকের মনে প্রশ্ন আসে—কতজন মুসল্লি জানাযায় অংশ নিলে মাইয়াত আল্লাহর কাছে শাফায়াত পায়।
জানাযা নামাজ মৃত ব্যক্তির জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনার বিশেষ ইবাদত। কোরআনে বলা হয়েছে— “আর আপনি তাদের কারো (মুনাফিকদের) ওপর কখনো জানাযা পড়বেন না এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না।” —(সূরা আত-তাওবা: ৮৪)
সহিহ হাদিসে বলা হয়েছে, একশ জন মুসলমানের জানাযায় অংশগ্রহণ ও শাফায়াত করলে আল্লাহ তা কবুল করেন। অন্য হাদিসে তিন কাতার মুসল্লির উপস্থিতি এবং চল্লিশ জন আল্লাহর সাথে শরিক না করা মুসলমানের উপস্থিতি শাফায়াতের জন্য যথেষ্ট বলে উল্লেখ আছে।
মূল শিক্ষা হলো, জানাযায় অংশগ্রহণকারীর সংখ্যা, ঈমান এবং আন্তরিক দোয়া মাইয়াতের জন্য গুরুত্বপূর্ণ। জীবিত অবস্থায় নেক আমল ও সুসম্পর্ক থাকলে স্বাভাবিকভাবে বেশি মানুষ জানাযায় অংশ নেয়, যা পরকালে উপকারে আসে।
জানাযা নামাজকে গুরুত্ব দিয়ে এটিকে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে পালন করা উচিত। পরিচিত-অপরিচিত মুসলমানের জানাযায় অংশ নেওয়া এবং মৃতের জন্য আন্তরিক দোয়া করা উত্তম।
সিএ/এমআর


