Home জাতীয় ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

0

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে তিন বিভাগে ১৮৮ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এই বৃষ্টিপাত শুরু হতে পারে বলে শুক্রবার (১ আগস্ট) এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির প্রবণতা বেড়েছে। প্রভাবশালী এই বায়ুর কারণে উল্লেখিত তিন বিভাগে ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে। এর মধ্যে ফেনীতে সর্বোচ্চ ৫১ মিমি, সিলেটে ৪৮, চট্টগ্রামে ৪২, পাবনার ঈশ্বরদীতে ৩৯, চুয়াডাঙ্গায় ৩৮, টেকনাফে ৩৬, নেত্রকোণায় ৩৫ এবং রাজধানী ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version