Home জাতীয় যুক্তরাষ্ট্রে আটক ৬১ বাংলাদেশি ফিরছেন আজ ভোরে সামরিক বিমানে

যুক্তরাষ্ট্রে আটক ৬১ বাংলাদেশি ফিরছেন আজ ভোরে সামরিক বিমানে

0

অবৈধ অভিবাসন অভিযোগে ফেরত পাঠানো হচ্ছে, ফিরতি তালিকায় রয়েছে নথিপত্র জটিলতাসহ তিনজনের নাম

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া আরও ৬১ বাংলাদেশিকে আজ শনিবার ভোরে ঢাকায় ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের একটি সি-১৭ সামরিক পরিবহন বিমানে তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ৩০ জুলাই এই বিমানটি যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়। এর আগেও বিভিন্ন দফায় এক শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ানোর পর থেকেই এ ধরনের ফেরতের প্রক্রিয়া জোরদার হয়েছে।

ফিরে আসা অভিবাসীদের মধ্যে কয়েকজনের নাগরিকত্ব যাচাই ও কাগজপত্রে জটিলতা রয়েছে। যাদের বৈধ পাসপোর্ট আছে, তাদের দ্রুত ফেরত পাঠানো হয়েছে। আর যাদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ বা নেই, তাদের জন্য বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবার ফিরিয়ে আনা ৬১ জনের মধ্যে অন্তত তিনজনের ট্রাভেল ডকুমেন্টের মেয়াদ শেষ হয়েছে। তারা হলেন আশরাফুল ইসলাম সুমন, আবু সায়েদ এবং মো. ইব্রাহিম খলিল। তবু যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) কর্তৃপক্ষ তাদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সহযোগিতায় ফেরতপ্রাপ্তদের গ্রহণ ও পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। তবে যেহেতু এটি সামরিক বিমান, তাই নির্ধারিত সময় পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version