Home জাতীয় স্বপ্নদ্রষ্টার ‘চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর যাত্রা শুরু

স্বপ্নদ্রষ্টার ‘চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর যাত্রা শুরু

ভিন্নধর্মী এ উদ্যোগে প্রশংসিত 'স্বপ্নদ্রষ্টা'

0

নাহিদ আহসান||

চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ [ ক্যাম্পেইন ০১- ক্লীন মিরপুর ]” ইভেন্ট টি খুব সুন্দর ভাবে সম্পন্ন করেছে ‘ স্বপ্নদ্রষ্টা ‘ সামাজিক কল্যাণমূলক সংগঠন।


মিরপুর জোনের ভলান্টিয়ারদের একাংশ এবং কেন্দ্রীয় পরিচালণা পর্ষদের অংশগ্রহনে এ ক্যাম্পেইন সম্পন্ন হয়।
মিরপুর-১৪ নম্বর মোড় থেকে শুরু করে হারমান মেইনার কলেজ পর্যন্ত রাস্তার দুইপাশ পরিষ্কার করা এবং সচেতনতামূলক বার্তা মানুষের নিকট পৌছে দেয়ার কাজ খুব সুন্দরভাবেই সম্পন্ন করা হয়েছে।

‘ক্যাম্পেইন-০১’-[পরিচ্ছন্ন ,মিরপুর] এর ধারাবাহিকতায় “স্বপ্নদ্রষ্টা” সংগঠন কতৃক পরিচালিত হয়ে গেল
‘চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ-{ক্যাম্পেইন-০২}’।
ভাষানটেক থানাধীন ধামালকোট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং দোকানে দোকানে ময়লা ফেলার ঝুড়ি সম্পূর্ণ বিনামূল্যে বিতরন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবকবৃন্দও উপস্থিত ছিল।

ধামালকোট এলাকার রাস্তা পরিষ্কারের পাশাপাশি প্রায় একশটির মতো দোকানে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ করে “স্বপ্নদ্রষ্টা” সামাজিক কল্যাণমূলক সংগঠন।

এই ক্যাম্পেইন এর যাত্রার মধ্য দিয়ে পুরো দেশ পরিচ্ছন্ন করার অভিযানের শুরু করল সমাজকল্যাণমূলক এই সংগঠন।

উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলঃ চ্যানেল আগামী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version