Home জাতীয় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শিগগিরঃ র‌্যাবের মহাপরিচালক

মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শিগগিরঃ র‌্যাবের মহাপরিচালক

0

বর্তমানে মাদক একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, খুব শিগগিরই দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালাবে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ কার্যালয়ের প্রধান গেটে ‘স্বাধিকার ও স্বাধীনতা-স্বপ্নগাথা’ শিরোনামে শিল্পকর্ম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক ব্যবসায়ীদের তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকা সমন্বয়ের কাজ চলছে। তালিকা ধরে অভিযান চালানো হবে। তিনি বলেন, প্রতি বছরই কোটি কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। জঙ্গিবাদ বিষয়ে তিনি বলেন, বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকায় দেশে শান্তি বিরাজ করছে। এদেশে জঙ্গিবাদের বিষাক্ত নিশ্বাস ফেলতে দেওয়া হবে না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version