Home জাতীয় উন্নয়নের গল্পগাঁথা ১

উন্নয়নের গল্পগাঁথা ১

0

উন্নয়নের মহাসড়ক

ফাতিহা অরমিন নাসের

একটা দেশে গাছের পরিমাণ সবথেকে বেশি থাকা উচিত হলেও রাস্তাঘাটে চলতে ফিরতে ঘনসবুজ গাছের চেয়ে বিলবোর্ডের সংখ্যাই বেশি দেখা যায়। সেইসব বিলবোর্ডে শোভা পায় বাহারি অক্ষরে “উন্নয়নের জোয়ার” আর “উন্নয়নের মহাসড়ক” লেখা স্মরণিকা।

এতসব বিলবোর্ড দেখতে দেখতে হরহামেশাই মনে প্রশ্ন জাগে, বিশেষত্ব কী এই উন্নয়নের মহাসড়কের ? চলুন, এক নজরে দেখে নিই উন্নয়নের মহাসড়কের বৈশিষ্ট্যগুলো :

-উন্নয়নের মহাসড়কের দুপাশ জুড়েই থাকবে নানানরকম বর্জ্য, থাকবে ফ্লাইওভার বানানোর ইট~সিমেন্ট~ব্লক।
-মহাসড়কটি অবশ্যই ভাঙা এবড়োখেবড়ো হতে হবে। এখানে ওখানে থাকবে খানাখন্দ, তাতে জমে থাকবে নোংরা দূর্গন্ধযুক্ত কাদাপানি, চলার পথে যা ছিটকে এসে সৌন্দর্যবর্ধন করবে পথচারীর।
-উন্নয়নের মহাসড়কে সারাক্ষন লেগে থাকতে হবে তীব্র যানজট। আধঘন্টার রাস্তাকে অবশ্যই হতে তিনঘন্টা নষ্ট করে দেয়ার উপযুক্ত। শুধু তাই নয়, দুষ্টু নাগরিকরা যাতে উন্নয়নের মহাসড়ক পায়ে হেঁটে পাড়ি দিতে না পারে, সেজন্য রাস্তাজুড়ে পুরু আস্তরণ থাকবে প্যাঁচপ্যাচে কাদার।

বাহ ! এমন সড়ক আর কোথাও পাওয়া যাবে ! এই না হলে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের মহাসড়ক !

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version