Home আঞ্চলিক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারে ৪০ লাখ টাকা বিতরণ করলেন এমপি তৌফিক

ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারে ৪০ লাখ টাকা বিতরণ করলেন এমপি তৌফিক

0

মাহমুদুল হাসান

কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে ৪০ লাখ টাকা বিতরণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের জৈষ্ট পুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শনিবার দুপুরে উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এসব টাকা বিতরণ করা হয়।

মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস শাহিদ ভূইয়ার সভাপত্বিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আহমেদ পলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন মতিউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনা খাতুন ময়না।

এছাড়াও উপস্থিত ছিলেন-গোপদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. নুরুল হক বাচ্চু, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন, কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনসহ প্রমুখ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version