Home জাতীয় দীর্ঘ তিন দশক পর দ্বিপক্ষীয় সফরে ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী...

দীর্ঘ তিন দশক পর দ্বিপক্ষীয় সফরে ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

0
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় পর দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ২৩ আগস্ট শুরু হবে তার দুই দিনের ঢাকা সফর।

এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে উভয় দেশ। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও, সফরের অংশ হিসেবে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলেও জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে গণ-আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতে পরিবর্তনের পর পাকিস্তান ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহ দেখাচ্ছে। এ বছরের এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ ঢাকা সফর করেন। ইসহাক দারের সফর সেই কূটনৈতিক ধারাবাহিকতারই অংশ।

এই সফরে দ্বিপক্ষীয় রাজনৈতিক যোগাযোগ পুনরায় সক্রিয় করার পাশাপাশি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠকে বসবেন।

এছাড়া সফর শেষে ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এর আগে কমিশনের অষ্টম বৈঠক হয়েছিল ঢাকায়, ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে।

উল্লেখ্য, ইসহাক দারের পূর্বনির্ধারিত সফর ছিল ২৭–২৮ এপ্রিল, যা ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে স্থগিত করা হয়। সেই হামলায় ২৬ জন নিহত হয় এবং ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা তৈরি হলে ২৪ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সফর স্থগিতের সিদ্ধান্ত নেয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version