Home জাতীয় ঢাকা এখন ফাঁকা

ঢাকা এখন ফাঁকা

0

হাসান ইনাম

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যস্ততম নগরী ঢাকা আজ ছিল পুরো ফাঁকা। আজ ঈদের দিন কখনো থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। বিগত বছরগুলোর মতো বৃষ্টি না হওয়াতে ফাঁকা নগরীতে আয়েশীভাবে ঘুরে বেড়ান বা পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে যান অনেকেই। বৃষ্টির কারণে যে ইচ্ছে জলাঞ্জলি দিয়ে আসছিলেন তারা এতদিন যা অনেককেই ঘরে বন্দী করে রাখছিলো তা এবার হয়নি। ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা মূলত গত বৃহস্পতিবার থেকেই ফাঁকা হতে শুরু করেছে। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসী ওই দিন থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে। শনিবারও অফিস করে অনেকে রাজধানী ছেড়েছেন। এতে করে প্রায় দেড় কোটি মানুষের ঢাকা এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে।

শুক্রবারের পর থেকে প্রায় জনশূন্য হয়ে পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী ঢাকা। অথচ কয়েক দিন আগেও রাজধানী ছিল মানুষে সরগরম। অসহ্য যানজটের নগরী ঢাকার ব্যস্ত সড়কগুলো এখন ফাঁকা পড়ে আছে। হাতে গোনা কিছু যানবাহন চলাচল করছে। অথচ যে শহরে মানুষ গায়ের সঙ্গে গা লাগিয়ে হেঁটে থাকেন, সে শহর এখন অনেকটাই মানবশূন্য। ঢাকার শান্তিবাগের বাসিন্দা যিয়াদ আগামীকে জানান, ঈদের সময় ঢাকা শহরকে চেনাই যায় না। মনে হয় অন্যরকম এক নগরী। তবে এই সময়টা আমাদের একটু আরামে কাটে। রাস্তা-ঘাটসহ সবকিছু একটু ফাঁকা থাকে। বন্ধুবান্ধব এ সময় একটু আরামে চলাফেরা করা যায়। এবার অবশ্য বৃষ্টি না থাকার কারণে চলাচলেও আরাম পেয়েছি খুব।

আজ সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটবিহীন এক অন্যরকম নগরীর দেখা মিলেছে। ফুটপাথেও হকারের কোন কোলাহল চোখে পড়েনি। একেবারেই শান্তশিষ্ট এক নগরীর আবেশ অনুভব করছে এখন ঢাকার বাসিন্দারা, যা তাদের সব সময়ের স্বপ্ন। তবে ফাঁকা নগরীতে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে কিনা এমন আশঙ্কা থাকে নগরবাসীর।

 

ছবিঃ dhakadailyphoto

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version