Home আঞ্চলিক ময়মনসিংহে ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির ছাত্রী আহত,আটক দুই

ময়মনসিংহে ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির ছাত্রী আহত,আটক দুই

0

মেহেদী হাসান(ময়মনসিংহ) ময়মনসিংহের সদর উপজেলার মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও স্কাউট সদস্য সুমাইয়া আক্তার সিনথিকে বখাটে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে ।

ঘটনা সূ্ত্রে জানা যায়,গত ১৯ আগষ্ট/২০১৮ রবিবার দুপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার সিনথি স্কুল শেষে বাড়ি ফেরার পথে বখাতে সাজ্জাত তাকে রাস্তায় পথ আটকিয়ে ছিল্লতাহানী করার চেষ্ঠা করেন সুমাইয়া ভাই তখন বাধা দেয়,এ বিষয়ে সাজ্জাত এর বাবার কাছে অভিযোগ করে আসার পথেই দারালো ছুড়ি দিয়ে এলো পাথারি আঘাত করে পালিয়ে যায় ঔ বখাতে। পরে সুমাইয়াকে স্থানীয়রা উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ অভিযোক্ত সাজ্জাদ এর দুই আত্বিয়কে আটক করলেও,এখনো মূল অভিযোক্ত সাজ্জাত পলাতক রয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন,দুই জনকে আটক করা হয়েছে,এবং মূল অভিযোক্ত সাজ্জাতকে আটক করার চেষ্টা চলছেে এবং আইনগত ভাবে যা করার আমরা তা করবার সর্বোচ্চ চেষ্ঠা করবো।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version