Home সাহিত্য হাজার বছর ধরে : উপন্যাসটির স্রষ্টার ৮২তম জন্মবার্ষিকী

হাজার বছর ধরে : উপন্যাসটির স্রষ্টার ৮২তম জন্মবার্ষিকী

0

জাকিয়া সুলতানা প্রীতি ||

১৯৭১ এর ২৫ মার্চে “অপারেশন সার্চলাইট” এর পর ঢাকা যখন এক মূর্তমান নরক তখন সেই বীভৎস গণহত্যার বিবরণ বিশ্ববাসীকে জানানোর প্রত্যয়ে ক্যামেরা হাতে রাস্তায় নামলেন এক তরুণ, সেলুলয়েডে তিনিই প্রথম তুলে ধরলেন কালরাত্রির প্রকৃত স্বরূপ। ‘৭১ এর আগেও “জীবন থেকে নেয়া”, “আনোয়ারা” সহ বিভিন্ন চলচ্চিত্র এবং “আরেক ফাল্গুন”, “বরফগলা নদী”, “হাজার বছর ধরে” সহ বিভিন্ন লেখায় তাঁর শিল্পীসত্তা ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য সংমিশ্রণ ফুটে উঠেছে।

১৯৭২ এর ৩০ জানুয়ারি ভাই শহীদুল্লাহ কায়সারের সন্ধানে গিয়ে আর ফিরে আসেননি তিনি।

তিনি বাংলাদেশের এমন একজন সিনেমা-কারিগর যিনি কখনো রাষ্ট্রের চোখ রাঙানিকে তোয়াক্কা করেননি, আত্ম-সমালোচনায় কখনো নিজেকে ছাড় দেবার মানসিকতার নজির রাখেননি। তিনি এমন একজন সাহিত্যিক যার লেখায় ফুটে উঠত আমাদের সমাজের না বলা কথাগুলো।

১৯৩৫ এর এই দিনেই জন্ম নিয়েছিলেন জহির রায়হান নামের অসামান্য প্রতিভাধর এই ব্যক্তি। ৮২ তম জন্মবার্ষিকীর এই দিনে তাঁর প্রতি রইলো অপরিসীম শ্রদ্ধা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version