Home আঞ্চলিক ৩২, ৩৩ এবং ৩৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

৩২, ৩৩ এবং ৩৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

0

মো: হামজার রহমান শামীম

বাংলাদেশ স্কাউটস এর পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল এর ব্যবস্থাপনায় ১৬ আগস্ট ২০১৮ তারিখে পিটিআই, শেরপুরে ৩২, ৩৩ এবং ৩৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সে ১৫২ জন প্রশিক্ষণার্থী ১২টি উপদলে ভাগ হয়ে অংশগ্রহন করে।

৩২তম কোর্সের কোর্স লিডার হিসেবে স্কাউটার মো: ওহিদুল হক-এলটি, স্টাফ হিসেবে স্কাউটার মো: হামজার রহমান শামীম, এএলটি, স্কাউটার হারুন আর রশীদ-উডব্যাজার, স্কাউটার নাজমুন নাহার-উডব্যাজার, স্কাউটার মো: আইয়ুব আলী, ৩৩তম কোর্সে কোর্স লিডার স্কাউটার স্বপন কুমার দাস-এলটি, প্রশিক্ষক হিসেবে স্কাউটার বরকত আলী-এএলটি, স্কাউটার মো: মেরাজ উদ্দিন-উডব্যাজার, স্কাউটার শাহিদা আক্তার এবং ৩৪তম কোর্সে কোর্স লিডার স্কাউটার জামাল উদ্দিন আকন্দ-এলটি, স্কাউটার মো: আবুল হোসেন-এএলটি, স্কাউটার শেফালী খাতুন-উডব্যাজার, স্কাউটার মো: আবুল হোসেন খান এবং স্কাউটার মো: সোলাইমান মিয়া-উডব্যাজর কাজ করেন। কোর্স ৩ টি পরিদর্শন করেন শেরপুর পিটিআই এর সম্মানীত সুপার।

প্রথমে ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভুমি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক স্কাউটার মো: হামজার রহমান শামীম । আন্দোলনের সাংগঠনিক কাঠামো, স্কাউটের মৌলিক বিষয় , বিভিন্ন শাখার প্রোগ্রাম এবং প্যাক, ট্রুপ মিটিং নিয়ে আলোচনা করা হয়। সর্বশেষে সমাপনী অনুষ্টানে কোর্স লিডার ও স্টাফগণ কর্তৃক অংশগ্রহণকারীগণকে সনদপত্র প্রদান করা হয়। ১ মাস পরে বেসিক কোর্সে অংশগ্রহনের আহবান জানিয়ে কোর্সের সমাপ্তি ঘোষনা করা হয়। কোর্স ৩ টি বাস্তবায়নের জন্য পিটিআই এর সকলে এবং বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার সকলকে ধন্যবাদ জানানো হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version