Home আঞ্চলিক ইউথ’স ভয়েস’র আসন্ন প্রজেক্টভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ইউথ’স ভয়েস’র আসন্ন প্রজেক্টভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

0

রাশেদুল ইসলাম

আজ ৭ই জুন বৃ্হস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ’স ভয়েস তাদের আসন্ন প্রজেক্টকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশনকৃত স্বেচ্ছাসেবকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করে।

ইউথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন স্বেচ্ছাসেবী এই সংগঠন কর্তৃক টানা ৭ম বারের মতো আয়োজন করতে যাওয়া আগামী ৯ই জুন অনুষ্ঠিতব্য “প্রজেক্ট চনা পিয়াজু (পিসিপি)” এর জন্য রেজিস্টেশনকৃত প্রায় ২৫০ জন স্বেচ্ছাসেবককে সাথে নিয়ে নগরীর প্রাণকেন্দ্র এমএম আলী রোডস্থ জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সদস্য সাবিহা নাসরিনের পরিচালনায় এই কর্মশালায় উক্ত সংগঠনের পরিচিতি,অতীতে সম্পন্নকৃত সামাজিক কার্যক্রমসমূহ ও নির্দিষ্ট কর্মসূচী সম্পর্কে সার্বিক ধারণা দেয়া হয়। উল্লেখ্য,সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে সময় কাটানোর পাশাপাশি ইফতার আয়োজন এবং তাদের হাতে ঈদবস্ত্র তুলে দেওয়ার মহতী এই কর্মসূচীকে উক্ত সংগঠনে “প্রজেক্ট চনা পিয়াজু” যা সংক্ষেপে পিসিপি বলা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version