বাংলাদেশে গাইনি ও অবস বিভাগের ৬ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক একযোগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে শূন্য পদে ৪৩ জন এবং সুপারনিউমারারি পদে ৫৯৯ জন রয়েছেন। এটি দেশের স্বাস্থ্য খাতে এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে গাইনি অ্যান্ড অবস বিষয়ে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আপাতত তাদের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন এবং আগামী ৩০ অক্টোবরের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় যোগদানপত্র জমা দিতে হবে। কেউ বদলি, পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ না নতুন নির্দেশ দেওয়া হয়।
যেসব কর্মকর্তা বর্তমানে লিয়েন, প্রেষণ, শিক্ষা ছুটি বা মাতৃত্বকালীন ছুটিতে আছেন, তাদের ক্ষেত্রে ছুটি শেষে পদোন্নতি কার্যকর হবে। এছাড়া, কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ তথ্য প্রমাণিত হলে পদোন্নতি সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই পদোন্নতি শুধু গাইনি চিকিৎসকদের নয়, বরং গোটা স্বাস্থ্যখাতের জন্যই বড় প্রাপ্তি। এতে সরকারি হাসপাতালে মাতৃস্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় নতুন গতি আসবে এবং তরুণ চিকিৎসকদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা হয়ে উঠবে।
সিএ/এমআর


